এক নজরে ফেলের সংজ্ঞা এবং প্রকারসমূহ
-----------------------------------------------------------
এক বাক্যে ফেলের ১০০০ এক হাজার প্রশ্নোত্তর থেকে এখানে মাত্র ১০০ উল্লেখ করা হয়েছে। বিস্তারিত পাবেন এক বাক্যে নাহু সরফের প্রশ্নোত্তর বইয়ের মধ্যে।
----------------------------------------------------------------
অর্থ, সংজ্ঞা অথবা উদাহরণ নয়- আলোচ্য অংশে ফেলের সব ধরণের প্রকারসমূহ উল্লেখ করা হয়েছে।
(১) لَازِم, (২)مُـتَـعَـدِّي
২. فاعل তথা কর্তা হিসেবে فِعْلُ দুই প্রকার :
(১) مَـعْـرُوف, (২)مَـجْـهُـول
৩. কালের দিক থেকে فِعْلُ তিন প্রকার :
(১) مَاضِى, (২) حال, (৩) مُسْـتَـقْبِـل
৪. রূপান্তরের দিক থেকে فِعْلُ দুই প্রকার :
(১) مُتَصَرِّفَةُ, (২) غَيْرُ مُتَصَرِّفة (جَامِدَةٌ)
৫. গঠনের দিক থেকে فِعْلُ তিন প্রকার :
(১) مَاضِى, (২) مُضَارِع, (৩) امر
৬. ক্রিয়ার মূল অক্ষর হিসেবে فِعْلُ দুই প্রকার :
(১) مُجَرَّدٌ, (২) مَزِيْدٌ فِيْهِ
৭. সম্পন্ন এবং অসম্পন্নের বিবেচনায় فِعْلُ দুই প্রকার : (১) فِعْلُ تَام, (২) فِعْلُ نَاقِص
ফেলে মাযি فِعْلُ مَاضِي ছয় প্রকার
------------------------------------------------
مَاضِى مُطْـلَـق (সাধারণ অতীত) :
যেমন :قَرَأتُ (আমি পড়লাম)।
مَاضِى قَـرِيـب (নিকটবর্তী অতীত) :
যেমন :قَدْ قَرَأتُ (আমি এমাত্র পড়লাম)।
مَاضِى بَـعِـيـد (দূরবর্তী অতীত) :
যেমন :كُنْتُ قَرَأتُ (আমি অনেক আগে পড়লাম)।
مَاضِى إحْـتِـمَالِى (সম্ভাবনাসূচক অতীত) :
যেমন :لَعَلَّمَا قَرَأتُ (সম্ভবতঃ আমি পড়লাম)।
مَاضِى تَـمَنَّـى (আকাংখাসূচক অতীত) :
যেমন :لَيْـتَمَا قَرَأتُ (যদি আমি পড়তাম)।
مَاضِى إسْـتِـمْـرَارِى (চলমান অতীত) :
যেমন : كَا نَ يَـقْـرَأُ (সে পড়ছে)।
ফেলে মুযারে فِعْلُ مُضَارِعকে পাঁচভাগে ভাগ করা যায়
فِعْل مُضَارِع مُثْبَت (হ্যাঁ-সূচক বর্তমান ও ভবিষ্যতকালিন ক্রিয়া) : যেমন :يَـفْعَلُ
فِعْل مُضَارِع مَنْفِي (না-সূচক বর্তমান ও ভবিষ্যতকালিন ক্রিয়া) : যেমন :لَا يَـفْعَلُ
فِعْل مُضَارِع مَنْفِي بَلَمِ جِحَد (لَمْ যোগে না-বাচক অস্বীকারজ্ঞাপক বর্তমান ও ভবিষ্যতকালিন ক্রিয়া) : যেমন :لَـمْ يَـفْعَلْ
فِعْل مُضَارِع مَنْفِي بِلَنِ مُؤكَّد (لَنْ যোগে না-বাচক দৃঢ়তাসূচক বর্তমান ও ভবিষ্যতকালিন ক্রিয়া) :
যেমন :لَـنْ يَـفْعَلَ
فِعْل مُضَارِع مُؤكَّد بَلاَمِ وَ نُوْنِ التَّاكِيد (দৃঢ়তাবাচক لএবংن যোগে নিশ্চয়তাসূচক ভবিষ্যতকালিন ক্রিয়া) : যেমন :لَيَـفْعَلَنَّ
৮. اَفْعَال قُـلُوب (সাতটি) : একাধিক مفعول কে যবর দেয়। যেমন : عَلِمْتُ زَيْدًا قَائِمًا
حَسِبْتُ، عَلِمْتُ، وَجَدْتُ، خِلْتُ، رَايْتُ، ظَنَنْتُ، زَعَمْتُ.
৯. اَفْعَال مَدْحُ وَ ذَم (৪টি) :فاعل ওمخصوص فاعل কে পেশ দেয়। যেমন :نِعْمَ الرَّجُلُ زَيْدٌ
نِعْمَ، بِئْسَ، سَاءَ، حَبَّذَا.
১০. اَسْمَاء اَفْعَال (৯টি) :حَيَّهَـلْ، هَـلُّـمَّ، عَـلَـيْـكَ، رُوَيْـدَ، بَلَهَ، دُوْنَـكَ، هَـيْـهَـاتَ، شَـتَّـانَ، سَرْعَـانَ.
১১. اَفْعَال مُـقَارَبَة (৬টি) : ইসিমকে পেশ এবং খবরকে যবর দেয়। যেমন : عَسَي زَيْدٌ اَنْ يَفُوْزَ
عَسَي، كَادَ، كَرُبَ، اَوْشَكَ، اِخْلَوْلَقَ، حَرٰي.
১২. اَفْعَالُ نَاقِصَة (১৩টি) :جُمْلَة اِسْمِيَّة এর প্রথমে আসিয়া ইসিমকে পেশ এবং খবরকে যবর দেয়।
যেমন- كَانَ زَيْدٌ قَائِمًا
كَانَ، صَارَ، اَصْبَحْ، اَمْسَي، ظَلَّ، بَاتَ، مَادَامَ، اَضْحَي، لَيْسَ، مَازَالَ، مَابَرِحَ، مَافَتَي، مَااَنْفَكَ.
১৩. نَوَاصِبُ الاِسْمِ الْـمُنْـكَر (৪টি) :
كَمْ، كَذَا، كَاَيِّنْ، اَحَدَ عَشَرَ/تِسْعَ عَشَرَ
১৪. اَفْعَال تَعَجُّب দুইটি ওজন আছে :
১) مَا اَفْعَلَهُ ২) اَفْـعَـلُ بِهِ
১৫. حُرُوْف مُشَبَّهةُ بِالْفِعْلِ (৬টি) :
إنَّ، أنَّ، كَانَّ، لَكِنَّ، لَيْتَ، لَعَلَّ
১৬. اَفْعَال تَحْوِيْلِ (৭টি) :
وَهَبَ، طَفِقَ، اِتَّخَذَ، اَخَذَ، تَـرَكَ، رَدَّ، صَبَرَ
১৭. اَفْعَال رُجْحَانَ (৭টি) :
ظَنَّ، هَبْ، حَسِبْ، زَعَمَ، عَـدَّ، حَجَا، خَالَ
১৮. اَفْعَال يَقِيْن (৭টি) :
عَلِمَ، تَعْـلِـمْ بِمَـعْـنٰي اَعْـلِـمْ، وَجَدَ، دَرَاي، اَلْـفَيَ، جَعَلَ، رَايَ
১৯. اَفْعَال رَجَاء (৩টি) :عَسَي، حَرَي، اِخْلَوْلَـقَ
২০. اَفْعَال شُرُوْع (৯টি) :
شَرَعَ، اَنْـشَأ، طَفِقَ، اَخَذَ، عَلَّقَ، صَبَّ، جَعَلَ، هَـلْـهَـلَ، قَامَ
২১. تَنَازَعُ الْفِعْلَيْنِ : যখন দুইটি فِعلْবা ক্রিয়া তাদের পরবর্তী কোন একটি প্রকাশ্য إسم কে নিয়ে দ্বন্দ্ব আরম্ভ করে। যেমন : ضَرَبْتُ وَاَكْرَمْتُ زَيدًا
প্রশ্নোত্তরে فِعْلٌ এর আলোচনা
---------------------------
১. প্রশ্ন: فِعْلٌঅর্থ কি?
উত্তর : কাজ, ক্রিয়া।
২. প্রশ্ন: فِعْلٌশব্দের বহুবচন কি?
উত্তর : اَفْعَالٌ
৩. প্রশ্ন: فِعْلٌকাকে বলে?
উত্তর : فِعْل এমন একটি শব্দ যা তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং ঐ অর্থ তিনটি কালের যে কোন একটির সাথে মিলিত হয়।
৪. প্রশ্ন: فِعْلٌএর আরবী সংজ্ঞা দাও।
هُوَ كَلِمَةٌ تَدُلُّ عَلٰي مَعْنًي فِيْ نَفْسِهَا دَلَالَةً مُقْتَرِنَةً بِزَمَانِ ذٰلِكَ الْمَعْنٰي.
৫. প্রশ্ন: فِعْلٌএর উদাহরণ দাও।
উত্তর : كَتَبَ (সে লিখলো), يَكْتُبُ (সে লিখছে বা লিখবে) ইত্যাদি।
৬. প্রশ্ন: فِعْلٌএর ইংরেজী প্রতিশব্দ কি?
উত্তর : ঠবৎন
৭. প্রশ্ন: রূপান্তরভেদে فِعْل কতো প্রকার?
উত্তর : দুই প্রকার।
৮. প্রশ্ন: রূপান্তরভেদে فِعْل এর প্রকারসমূহ লেখো।
১. اَلْاَفْعَالُ الْمُتَصَرِّفَةُ ২. اَلْاَفْعَالُ غَيْرُ الْمُتَصَرِّفَةِ⁄اَلْاَفْعَالُ الْجَامِدَةُ।
৯. প্রশ্ন: اَلْاَفْعَالُ الْمُتَصَرِّفَةُ অর্থ কি?
উত্তর : রূপান্তরশীল ক্রিয়াসমূহ।
১০. প্রশ্ন: اَلْاَفْعَالُ الْمُتَصَرِّفَةُ কাকে বলে?
উত্তর : যে সকল فعل তথা ক্রিয়া مَاضِي، مَضَارِع، اَمْر ও نَهِي ইত্যাদিতে রূপান্তরিত হয়।
১১. প্রশ্ন: اَلْاَفْعَالُ الْمُتَصَرِّفَةُ এর উদাহরণ দাও।
উত্তর : যেমন : نَصَرَ, يَنْصُرُ, اُنْصُرْ ও لَا تَنْصُرْ ইত্যাদি।
১২. প্রশ্ন: اَلْاَفْعَالُ الْمُتَصَرِّفَةُ এর অপর নাম কি?
উত্তর : اَلْاَفْعَالُ الْجَامِدَةُ
১৩. প্রশ্ন: اَلْاَفْعَالُ الْجَامِدَةُ অর্থ কি?
উত্তর : রূপান্তরহীন ক্রিয়াসমূহ।
১৪. প্রশ্ন: اَلْاَفْعَالُ الْجَامِدَةُ কাকে বলে?
উত্তর : যে সকল فعل তথা ক্রিয়ার مَاضِي বা اَمْر-এর রূপান্তর ব্যতীত অন্য কোন রূপান্তর হয় না, সেগেুলোকে اَلْاَفْعَالُ الْجَامِدَة বাاَلْاَفْعَالُ غَيْرُ الْمُتَصَرِّفَةِ বলে।
১৫. প্রশ্ন: اَلْاَفْعَالُ الْجَامِدَةُ এর উদাহরণ দাও।
উত্তর : كَرُبَ، عَسَي، تَعَال
১৬. প্রশ্ন: গঠনগতভাবে فِعْل কতো প্রকার?
উত্তর : তিন প্রকার।
১৭. প্রশ্ন: গঠনগতভাবে فِعْل এর প্রকারসমূহ লেখো।
উত্তর : ১. اَلْفِعْلُ الْمَاضِي ২. اَلْفِعْلُ الْمُضَارِع ৩. فِعْلُ الْاَمْرِ
১৮. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَاضِي অর্থ কি?
উত্তর : অতীতকালীন ক্রিয়া।
১৯. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَاضِي কাকে বলে?
উত্তর : যে فِعْلٌ দ্বারা অতীতকালে কোন কাজ করা বা হওয়া বোঝায়।
২০. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَاضِي এর আরবী সংজ্ঞা দাও।
উত্তর : هُوَ مَا دَلَّ عَلٰي حَالَةٍ اَوْ حَدَثٍ فِيْ زَمَانٍ قَبْلَ الَّذِيْ أنْتَ فِيْهِ.
২১. প্রশ্ন: বাংলা বাক্যেفِعْل مَاضِى চেনার উপায় কি?
উত্তর : বাংলা বাক্যেفِعْل مَاضِى এর নিদর্শন- ল, লে, লাম, লেন (সে করিল, তুমি করিলে, আমি করিলাম)।
২২. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَاضِي এর উদাহরণ দাও।
উত্তর : যেমন- كَتَبْتُ (আমি লিখেছি), قَرَأتَ (তুমি পড়েছো)।
২৩. প্রশ্ন: اَلْفِعْلُ الْمُضَارِع অর্থ কি?
উত্তর : বর্তমান ও ভবিষ্যৎকালিন ক্রিয়া।
২৪. প্রশ্ন: اَلْفِعْلُ الْمُضَارِع কাকে বলে?
উত্তর : যে فِعْل বর্তমান বা ভবিষ্যৎকালে কোন কাজ করা বোঝায়।
২৫. প্রশ্ন: اَلْفِعْلُ الْمُضَارِع এর মধ্যে কয়টি কাল থাকবে?
উত্তর : দুইট।
২৬. প্রশ্ন: اَلْفِعْلُ الْمُضَارِع এর দুইটি কাল কি কি?
উত্তর :مُسْـتَـقْـبِل ও حَال
২৭. প্রশ্ন: বাংলা বাক্যে اَلْفِعْلُ الْمُضَارِع চেনার উপায় কি?
উত্তর : বাংলা বাক্যেفِعْل حَال এর নিদর্শন- ছি, ছ, ছে, ছেন (আমি করছি, তুমি করছ, সে করছে)।
বাংলা বাক্যে فِعْل مُسْـتَـقْبِـل এর নিদর্শন- বি, ব, বে, বেন (সে করিবে, আপনি করিবেন, আমি করিব)।
২৮. প্রশ্ন: اَلْفِعْلُ الْمُضَارِع এর উদাহরণ দাও।
উত্তর : যেমন- تَجْلِسُ (তুমি বসেছো বা বসবে),
اَنْصُرُ (আমি সাহায্য করছি বা করবো)।
২৯. প্রশ্ন: فِعْلُ الْاَمْر অর্থ কি?
উত্তর : আদেশসূচক ক্রিয়া।
৩০. প্রশ্ন: فِعْلُ الْاَمْر কাকে বলে?
উত্তর : যে فِعْلٌ দ্বারা কোন কাজ করার আদেশ, নির্দেশ কিংবা অনুরোধ করা বুঝায়।
৩১. প্রশ্ন: فِعْلُ الْاَمْر এর উদাহরণ দাও।
উত্তর : যেমন- اِجْلِسْ (তুমি বস), اُنْصُرْ (তুমি সাহায্য করো)।
৩২. প্রশ্ন: فِعْل النَّهِي অর্থ কি?
উত্তর : নিষেধসূচক ক্রিয়া।
৩৩. প্রশ্ন: فِعْل النَّهِي কাকে বলে?
উত্তর : যে فِعْل দ্বারা কোন কাজ না করার আদেশ, নির্দেশ কিংবা অনুরোধ করা হয়।
৩৪. প্রশ্ন: فِعْل النَّهِي কার অংশ?
উত্তর : এটি মূলত فِعْل الْمُصَارِع -এর একটি বিশেষ রূপ।
৩৫. প্রশ্ন: فِعْل النَّهِي এর উদাহরণ দাও।
উত্তর : لَا تَجْلِسْ (তুমি বসো না), لاَ تَنْصُرْ (তুমি সাহায্য কর না)।
৩৬. প্রশ্ন: فاعل তথা কর্তার বিবেচনায় فِعْل কতো প্রকার?
উত্তর : দুই প্রকার।
৩৭. প্রশ্ন: فاعل তথা কর্তার বিবেচনায় فِعْل এর প্রকারসমূহ লেখো।
উত্তর : ১. اَلْفِعْلُ الْمَعْرُوف ২. اَلْفِعْلُ الْمَجْهُول
৩৮. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَعْرُوف অর্থ কি?
উত্তর : কর্তৃবাচক ক্রিয়া।
৩৯. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَعْرُوف কাকে বলে?
উত্তর : যে ক্রিয়ার فاعل উল্লেখ থাকে।
৪০. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَعْرُوف এর উদাহরণ দাও।
উত্তর : যেমন- أكَلَ سَاجِدٌ (সাজেদ খেয়েছে)। অর্থাৎ, সাজেদ কর্তৃক খাওয়ার কাজ সম্পাদিত হয়েছে, এটি বাক্যে উল্লেখ আছে।
৪১. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَجْهُولُ অর্থ কি?
উত্তর : কর্মবাচক ক্রিয়া।
৪২. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَجْهُولُ কাকে বলে?
উত্তর : যে ক্রিয়ার فاعل উল্লেখ থাকে না।
৪৩. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَجْهُولُ এর উদাহরণ দাও।
উত্তর : كُتِبَ (লেখা হয়েছে), এখানে লেখকের নাম উল্লেখ নেই।
৪৪. প্রশ্ন: কোন ফেলকে اَلْفِعْلُ الْمَجْهُول-এ রূপান্তর করা যায়?
উত্তর : শুধু اَلْفِعْلُ الْمُتَعَدِّي কে اَلْفِعْلُ الْمَجْهُول বানানো যায়।
৪৫. প্রশ্ন: مَفْعُول তথা কর্ম হিসেবে فِعْل কতো প্রকার?
উত্তর : দুই প্রকার।
৪৬. প্রশ্ন: مَفْعُول হিসেবে فِعْل এর প্রকারসমূহ লেখো।
উত্তর : ১. اَلْفِعْلُ اللَّازِمُ ২. اَلْفِعْلُ الْمُتَعَدِّي
৪৭. প্রশ্ন: اَلْفِعْلُ اللَّازِمُ অর্থ কি?
উত্তর : অকর্মক ক্রিয়া।
৪৮. প্রশ্ন: اَلْفِعْلُ اللَّازِمُ কাকে বলে?
উত্তর : অর্থ নির্দেশ করার জন্য যে فِعْل-এর مَفْعُولٌ به প্রয়োজন নেই।
৪৯. প্রশ্ন: اَلْفِعْلُ اللَّازِمُ এর উদাহরণ দাও।
উত্তর : ذَهَبَ بَكْرٌ (বকর গিয়েছে)।
বাক্যে ذَهَبَ অর্থ বোঝানোর জন্য কোনো مَفْعُول-এর প্রয়োজন হয় না।
৫০. প্রশ্ন: اَلْفِعْلُ الْمُتَعَدِّي অর্থ কি?
উত্তর : কর্মবাচক ক্রিয়া।
৫১. প্রশ্ন: اَلْفِعْلُ الْمُتَعَدِّي কাকে বলে?
উত্তর : অর্থ নির্দেশ করার জন্য যে فِعْل-এর مَفْعُولٌ به প্রয়োজন হয়।
৫২. প্রশ্ন: اَلْفِعْلُ الْمُتَعَدِّي এর উদাহরণ দাও।
উত্তর : যেমন- نَصَرَ بَكْرٌ زَيْدًا (বকর যায়েদকে সাহায্য করেছে)। বাক্যে زيدا শব্দটি مَفْعُولٌ به।
৫৩. প্রশ্ন: কোন প্রকার ফেল اَلْفِعْلُ الْمَجْهُول তে রূপান্তর হয়?
উত্তর : একমাত্র اَلْفِعْلُ الْمُتَعَدِّي কে اَلْفِعْلُ الْمَجْهُول বানানো যায়।
৫৪. প্রশ্ন: ইতিবাচক ও নেতিবাচক বিচারে فِعْل কতো প্রকার?
উত্তর : দুই প্রকার।
৫৫. প্রশ্ন: ইতিবাচক ও নেতিবাচক বিচারে فِعْل এর প্রকার লেখো।
উত্তর : ১. اَلْفِعْلُ الْمُثْبَتُ ২. اَلْفِعْلُ الْمَنْفِيُّ
৫৬. প্রশ্ন: اَلْفِعْلُ الْمُثْبَت অর্থ কি?
উত্তর : হ্যাঁবাচক ক্রিয়া।
৫৭. প্রশ্ন: اَلْفِعْلُ الْمُثْبَت কাকে বলে?
উত্তর : যে فعْل দ্বারা কোন কাজ সংঘটিত হওয়া বা করা বোঝায়।
৫৮. প্রশ্ন: اَلْفِعْلُ الْمُثْبَت এর উদাহরণ দাও।
উত্তর : যেমন- ذَهَبَ সে গিয়েছে, يَسْمَعُ (সে শ্রবণ করছে বা করবে)।
৫৯. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَنْفِي অর্থ কি?
উত্তর : নাবাচক ক্রিয়া।
৬০. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَنْفِي কাকে বলে?
উত্তর : যে فعْل দ্বারা কোন কাজ সংঘটিত না হওয়া বা না করা বোঝায়।
৬১. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَنْفِي এর উদাহরণ দাও।
উত্তর : ما ذَهَبَ সে যায়নি, لا يَسْمَعُ সে শ্রবণ করছে না বা করবে না।
৬২. প্রশ্ন: ক্রিয়ার মূল অক্ষর হিসেবে فِعْل কতো প্রকার?
উত্তর : দুই প্রকার।
৬৩. প্রশ্ন: ক্রিয়ার মূল অক্ষর হিসেবে فِعْل এর প্রকারসমূহ লেখো।
উত্তর : ১. اَلْفِعْلُ الْمُجَرَّدُ ২. اَلْفِعْلُ الْمَزِيْدُ فِيْهِ
৬৪. প্রশ্ন: اَلْفِعْلُ الْمُجَرَّد অর্থ কি?
উত্তর : অতিরিক্ত অক্ষর মুক্ত।
৬৫. প্রশ্ন: اَلْفِعْلُ الْمُجَرَّد কাকে বলে?
উত্তর : যে فعْل-এর অতীতকালের وَاحِدٌ مُذَكَّرٌ غَائِبٌ-এর সীগায় কোন অতিরিক্ত অক্ষর থাকে না।
৬৬. প্রশ্ন: اَلْفِعْلُ الْمُجَرَّد এর উদাহরণ দাও।
উত্তর : যেমন- فعْل, ذَهَبَ, سَمِعَ, بَعْثَرَ ইত্যাদি।
৬৭. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَزِيْدُ فِيْهِ অর্থ কি?
উত্তর : অতিরিক্ত অক্ষরযুক্ত।
৬৮. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَزِيْدُ فِيْهِ কাকে বলে?
উত্তর : যে فعْل-এর অতীতকালের وَاحِدٌ مُذَكَّرٌ غَائِبٌ-এর সীগায় অতিরিক্ত অক্ষর থাকে।
৬৯. প্রশ্ন: اَلْفِعْلُ الْمَزِيْدُ فِيْهِ এর উদাহরণ দাও।
উত্তর : যেমন- اِجْتَنَبَ, تَسَرْبَلَ ইত্যাদি।
৭০. প্রশ্ন: সময়ের তারতম্য অনুসারে فِعْلُ مَاضِيْ কত প্রকার?
উত্তর: فِعْلُ مَاضِىْ (অতীত কাল) ৬ প্রকার।
৭১. প্রশ্ন: فِعْلُ مَاضِيْ এর প্রকারগুলো লিখো।
مَاضِيْ مُطْلَقْ، مَاضِيْ قَرِيبْ، مَاضِيْ بَعِيدْ، مَاضِيْ إحْـتِـمَالِى، مَاضِيْ تَمَنَّي، مَاضِيْ اِسْتِمْرَارِيْ-
৭২. প্রশ্ন:مَاضِىْ مُطْـلَـقْ অর্থ কি?
উত্তর: সাধারণ অতীত কাল।
৭৩. প্রশ্ন:مَاضِىْ مُطْـلَـقْ কাকে বলে?
উত্তর: যে فِعل (ক্রিয়া) দ্বারা সাধারণভাবে অতীত কালে কোন কাজ করলো বা সংঘটিত হলো বোঝায়।
৭৪. প্রশ্ন:مَاضِىْ مُطْـلَـقْ এর গঠনপ্রণালী লেখো।
উত্তর: مَاضِى مُطْـلَـق সাধারণত مَصْدَر তথা ক্রিয়ামূল থেকে গঠিত হয়। তিন অক্ষরবিশিষ্ট فِعل এর فاء কালেমায় فَتْحَة (যবর) এবং عين কালেমায় বাব অনুযায়ী ضُمَّة (পেশ), فَتْحَة (যবর) বা كَسْرَة যের) দিয়ে لام কালেমায় فَتْحَة (যবর) দিলে مَاضِى مُطْـلَـق এর وَاحِد مُذَكَّر غَائِب এর সীগাহ গঠিত হয়।
৭৫. প্রশ্ন:مَاضِىْ مُطْـلَـقْ (সাধারণ অতীত)-এর উদাহরণ দাও।
উত্তর: যেমন- قَرَأ (সে পড়লো)।
৭৬. প্রশ্ন: مَاضِى مُطْـلَـق مَـعْـرُوف -এর গর্দানগুলো লেখো।
فَعَلَ، فَعَلَا، فَعَلُوْا، فَعَلَتْ، فَعَلَتَا، فَعَلْنَ، فَعَلْتَ، فَعَلْتُمَا، فَعَلْتُمْ، فَعَلْتِ، فَعَلْتُمَا، فَعَلْتُنَّ، فَعَلْتُ، فَعَلْنَا-
৭৭. প্রশ্ন: مَاضِى مُطْـلَـق مَـجْـهُـول -এর গর্দানগুলো লেখো।
فُعِلَ، فُعِلَا، فُعِلُوْا، فُعِلَتْ، فُعِلَتَا، فُعِلْنَ، فُعِلْتَ، فُعِلْتُمَا، فُعِلْتُمْ، فُعِلْتِ، فُعِلْتُمَا، فُعِلْتُنَّ، فُعِلْتُ، فُعِلْنَا-
৭৮. প্রশ্ন: مَاضِى قَـرِيـبঅর্থ কি?
উত্তর: নিকটবর্তী অতীত কাল।
৭৯. প্রশ্ন: مَاضِى قَـرِيـب কাকে বলে?
উত্তর: যে فعل দ্বারা ক্রিয়া দ্বারা অতীত কালের নিকটতম সময়, অর্থাৎ, কিছুক্ষণ পূর্বে কোন কাজ সংঘটিত হয়েছে বোঝায়।
৮০. প্রশ্ন: مَاضِى قَـرِيـب এর গঠনপ্রণালী লেখো।
উত্তর: فعل مَاضِى مُطْـلَـق-এর সীগাহসমূহের পূর্বে قد যোগ করলে مَاضِى قَـرِيـب এর ১৪টি صيغة গঠিত হয়। قد শব্দটি সর্বদা অপরিবর্তিত থাকবে।
৮১. প্রশ্ন: مَاضِى قَـرِيـب -এর একটি উদাহরণ দাও।
উত্তর: যেমন- قد قرأ (সে এইমাত্র পড়লো),
قَدْ قَرَأتُ (আমি এইমাত্র পড়লাম)।
৮২. প্রশ্ন: مَاضِى قَـرِيـب مَـعْـرُوف -এর গর্দানগুলো লেখো।
قد فَعَلَ، قد فَعَلَا، قد فَعَلُوْا، قد فَعَلَتْ، قد فَعَلَتَا، قد فَعَلْنَ، قد فَعَلْتَ، قد فَعَلْتُمَا، قد فَعَلْتُمْ، قد فَعَلْتِ، قد فَعَلْتُمَا، قد فَعَلْتُنَّ، قد فَعَلْتُ، قد فَعَلْنَا
৮৩. প্রশ্ন: مَاضِى قَـرِيـب مَـجْـهُـول -এর গর্দানগুলো লেখো।
قد فُعِلَ، قد فُعِلَا، قد فُعِلُوْا، قد فُعِلَتْ، قد فُعِلَتَا، قد فُعِلْنَ، قد فُعِلْتَ، قد فُعِلْتُمَا، قد فُعِلْتُمْ، قد فُعِلْتِ، قد فُعِلْتُمَا، قد فُعِلْتُنَّ، قد فُعِلْتُ، قد فُعِلْنَا.
৮৪. প্রশ্ন: مَاضِى بَـعِـيـدঅর্থ কি?
উত্তর: (দূরবর্তী অতীত কাল)।
৮৫. প্রশ্ন: مَاضِى بَـعِـيـد কাকে বলে?
উত্তর: যে فعل ماضي দ্বারা দূরবর্তী অতীত কালে কোন কাজ করেছিল বা হয়েছিল বোঝায়।
৮৬. প্রশ্ন: مَاضِى بَـعِـيـد এর গঠনপ্রণালী লেখো।
গঠনপ্রণালী : ماضي مطلق-এর পূর্বে كَانَ যোগ করলে مَاضِى بَـعِـيـد এর صيغة গঠিত হয়।
৮৭. প্রশ্ন: مَاضِى بَـعِـيـد-এর একটি উদাহরণ দাও।
উত্তর: যেমন- كُنْتُ ذَهَبْتُ (আমি অনেক আগে গিয়েছিলাম), كُنَّا غَسَلْنَا (আমি অনেক আগে গোসল করেছি)।
৮৮. প্রশ্ন: مَاضِى بَـعِـيـد مَـعْـرُوف -এর গর্দানগুলো লেখো।
كَانَ فَعَلَ، كَانَا فَعَلَا، كَانُوْا فَعَلُوْا، كَانَتْ فَعَلَتْ، كَانَتَا فَعَلَتَا، كُنَّ فَعَلْنَ، كُنْتَ فَعَلْتَ، كُنْتُمَا فَعَلْتُمَا، كُنْتُمْ فَعَلْتُمْ، كُنْتِ فَعَلْتِ، كُنْتُمَا فَعَلْتُمَا، كُنْتُنَّ فَعَلْتُنَّ، كُنْتُ فَعَلْتُ، كُنَّا فَعَلْنَا.
৮৯. প্রশ্ন: مَاضِى مُطْـلَـق مَـعْـرُوف -এর গর্দানগুলো লেখো।
فَعَلَ، فَعَلَا، فَعَلُوْا، فَعَلَتْ، فَعَلَتَا، فَعَلْنَ، فَعَلْتَ، فَعَلْتُمَا، فَعَلْتُمْ، فَعَلْتِ، فَعَلْتُمَا، فَعَلْتُنَّ، فَعَلْتُ، فَعَلْنَا.
৯০. প্রশ্ন: مَاضِى مُطْـلَـق مَـجْـهُـول -এর গর্দানগুলো লেখো।
فُعِلَ، فُعِلَا، فُعِلُوْا، فُعِلَتْ، فُعِلَتَا، فُعِلْنَ، فُعِلْتَ، فُعِلْتُمَا، فُعِلْتُمْ، فُعِلْتِ، فُعِلْتُمَا، فُعِلْتُنَّ، فُعِلْتُ، فُعِلْنَا.
৯১. প্রশ্ন: مَاضِى إسْـتِـمْـرَارِىঅর্থ কি?
উত্তর: চলমান অতীত কাল।
৯২. প্রশ্ন: مَاضِى إسْـتِـمْـرَارِى কাকে বলে?
উত্তর: যে فعل দ্বারা অতীত কালে ব্যাপক সময় পর্যন্ত কোন কাজ চলছিল বোঝায়।
৯৩. প্রশ্ন: مَاضِى إسْـتِـمْـرَارِى এর গঠনপ্রণালী লেখো।
উত্তর: فِعْل مُضَارِع এর পূর্বে كَانَ যোগ করলে مَاضِى إسْـتِـمْـرَارِى হয়। كَانَ শব্দটিও মূল সীগাহর সাথে রূপান্তর হবে।
যেমন- كَانَ نصر، كَانَا نصرا، كَانُوْا نَصَرُوْا
৯৪. প্রশ্ন: مَاضِى إسْـتِـمْـرَارِى -এর একটি উদাহরণ দাও।
উত্তর: كَانَ يَكْتُبُ (সে লিখতেছিল), كَان يَكْبُرُ (সে বড় হচ্ছিল)।
৯৫. প্রশ্ন: مَاضِى إحْـتِـمَالِىঅর্থ কি?
উত্তর: সম্ভাবনামূলক অতীত কাল।
৯৬. প্রশ্ন: مَاضِى إحْـتِـمَالِى কাকে বলে?
উত্তর: যে فعل তথা ক্রিয়া দ্বারা অতীত কালে কোন কাজ সংঘটিত হওয়ার সম্ভাবনা বোঝায়।
৯৭. প্রশ্ন: مَاضِى إحْـتِـمَالِى এর গঠনপ্রণালী লেখো।
উত্তর: مَاضِى مُطْلَق এর পূর্বে لَعَلَّمَا শব্দ যোগ করে।
لَعَلَّمَا শব্দটি সবসময় একই অবস্থায় থাকবে, রূপান্তর হয় না।
৯৮. প্রশ্ন: مَاضِى إحْـتِـمَالِى -এর একটি উদাহরণ দাও।
উত্তর: যেমন- لَعَلَّمَا عَمِلَ (সম্ভবতঃ সে আমল করেছে)।
৯৯. প্রশ্ন: مَاضِى إحْـتِـمَالِى مَـعْـرُوف -এর গর্দান লেখো।
لَعَلَّمَا فَعَلَ، لَعَلَّمَا فَعَلَا، لَعَلَّمَا فَعَلُوْا، لَعَلَّمَا فَعَلَتْ، لَعَلَّمَا فَعَلَتَا، لَعَلَّمَا فَعَلْنَ، لَعَلَّمَا فَعَلْتَ، لَعَلَّمَا فَعَلْتُمَا، لَعَلَّمَا فَعَلْتُمْ، لَعَلَّمَا فَعَلْتِ، لَعَلَّمَا فَعَلْتُمَا، لَعَلَّمَا فَعَلْتُنَّ، لَعَلَّمَا فَعَلْتُ، لَعَلَّمَا فَعَلْنَا
১০০. প্রশ্ন: مَاضِى إحْـتِـمَالِى مَـجْـهُـول -এর গর্দান লেখো।
لَعَلَّمَا فُعِلَ، لَعَلَّمَا فُعِلَا، لَعَلَّمَا فُعِلُوْا، لَعَلَّمَا فُعِلَتْ، لَعَلَّمَا فُعِلَتَا، لَعَلَّمَا فُعِلْنَ، لَعَلَّمَا فُعِلْتَ، لَعَلَّمَا فُعِلْتُمَا، لَعَلَّمَا فُعِلْتُمْ، لَعَلَّمَا فُعِلْتِ، لَعَلَّمَا فُعِلْتُمَا، لَعَلَّمَا فُعِلْتُنَّ، لَعَلَّمَا فُعِلْتُ، لَعَلَّمَا فُعِلْنَا
No comments:
Post a Comment
Thanks A Lot For Visit my Islamic Blog .